ময়মনসিংহ অফিসঃ
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী, ডাকাত ও সাজা পরোয়ানাভুক্তসহ ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্দার করা হয়েছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামার আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে নগরীর আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক এবং মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান চলছে। অভিযানে গত ২৪ ঘন্টায় মাদক মামলায় ৩ জন, সিআর মামলায় সাজা পরোয়ানাভুক্ত ২জন, জিআর মামলায় পরোয়ানামূলে ২ জন এবং ডাকাতির প্রস্তুতি মামলায় ৭ জনসহ ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, মোঃ আঃ মজিদ, মোঃ আঃ মজিদ, মোস্তাকিন, মোঃ ইব্রাহিম, এম সাইফুর রহমান শাকিল, আবু বাক্কার ছিদ্দিক, আনোয়ার হোসেন। এছাড়া ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতারকৃতরা হলো, মোবারক হোসেন অন্তর, সঞ্জু ওরফে ডিম, মোঃ আপেল, মুনতাহা ওরফে রাজু, নবী হোসেন, নাজমুল ইসলাম ও মোঃ সুমন। মাদক ব্যবসায়ী ও ডাকাতদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। বুধবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।