তথ্য প্রতিদিন. কমঃ
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ এক বছরপর চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিলেন ডাক্টার সত্যরঞ্জন সুত্রধর হাতে। চুরি হয়ে যাওয়া মোবাইল পেয়ে ডক্টর সত্যরঞ্জন সুত্রধর অত্যান্ত খুশি হোন। এসময় তিনি পুলিশের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেন।
ময়মনসিংহ মাসকান্দা তার নিজ বাড়ি থেকে গত এক বছর আগে ডক্টর সত্য রঞ্জন সুত্রধরের মোবাইল ফোনটি চুরি হয়ে যায়। মোবাইল চুরির ঘটনায় থানায় জিডি করেন। প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের বিষয়টি অবহতি করেন। প্রশাসনের কর্তাদের বিভিন্ন সময় মোবাইল উদ্ধার তাগিদ দিলেও কেহ করতে পারে নাই। বিভিন্ন সময় মোবাইল উদ্ধার হওয়ার নিউজ দেখে তিনি কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দের সাথে কথা বলেন। ওসি শাহ্ কামাল আকন্দ কোতোয়ালী থানার এএসআই অামীর হামজা জিডি কাগজ দেন, উদ্ধার করতে বলেন। আমীর হামজা তথ্য প্রযুক্তির মাধ্যমে মোবাইটি উদ্ধার করেন।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ বলেন, মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকী মোবাইল গুলো উদ্ধারের জন্য চেষ্টা করা হচ্ছে।