১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ ময়মনসিংহে ইউনিয়ন পরিষদ নির্বাচন (৩য় ধাপ) উপলক্ষ্যে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত।
২৩, নভেম্বর, ২০২১, ৫:৫৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন. কমঃ

আজ ২২ নভেম্বর সোমবার জেলা ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদ নির্বাচন (৩য় ধাপ) উপলক্ষ্যে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচন সুষ্ঠ শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার লক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস,বিশেষ অতিথি ছিলেন ডি আইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ বিপিএম, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান পিপিএম (সেবা)।

এছাড়াও উপস্থিত ছিলেন বিজিবি প্রতিনিধি, আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা কমান্ড্যান্ট, র‍্যাব প্রতিনিধি, আঞ্চলিক নির্বাচন কর্মকতা।

উপস্থিত ছিলেন সকল রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ,নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ ও থানার অফিসার ইনচার্জবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।