১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ বিশেষ সংবাদ, ময়মনসিংহ ময়মনসিংহ সিটির মেয়র মোঃ ইকরামুল হক টিটু ও ময়মনসিংহ জেলা প্রশাসক এর উদ্যোগে গরীব, দুঃখী, অসহায় ও ভূমিহীনদের মাঝে শীত বস্র বিতরণ।।
১২, জানুয়ারি, ২০২২, ৭:০৪ অপরাহ্ণ - প্রতিনিধি:

মারুফ হোসেন কমলঃ

ভুমিহীন পুনর্বাসনের দাবীতে গলগন্ডা ঢোলাদিয়া জেলা খানার চর ভুমিহীন সমবাই সমিতি লিঃ
রেজিষ্ট্রেশন নং১৪৯
অফিসঃ জেল খানা গোদারাঘাট

ময়মনসিংহ সিটির মেয়র ও ময়মনসিংহ জেলা প্রশাসক এর উদ্যোগে গরীব, দুঃখী, অসহায় ও ভূমিহীনদের মাঝে শীত বস্র বিতরণ ২০২২ইন বুধবার বিকেল ৩ টা

উপস্থিত ছিলেন, গলগন্ডা ঢোলাদিয়া জেল খানার চর ভুমিহীন সমবাই সমিতির সভাপতি শেখ আবেদ আলী,
গলগন্ডা ঢোলাদিয়া জেল খানার চর ভুমিহীন সমবাই সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদির,

গলগন্ডা ঢোলাদিয়া জেলা খানার চর ভুমিহীন সমবাই সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক
মারুফ হোসেন কমল,
গলগন্ডা ঢোলাদিয়া জেলা খানার চর ভুমিহীন সমবাই সমিতির কর্যকারী সদস্য মোঃ বাচ্চু মিয়া,
গলগন্ডা ঢোলাদিয়া জেলা খানার চর ভুমিহীন সমবাই সমিতির কোষাধ্যক্ষ
মোছাঃশাহানাজ আক্তার,
গলগন্ডা ঢোলাদিয়া জেলা খানার চর ভুমিহীন সমবাই সমিতির কার্যকারী সদস্য
,মোঃ বিল্লাল মিয়া,
ছালেহা আক্তার হেনা. মোঃ মিলন. মোঃ কামাল. মোঃ বাচ্চু মিয়া ২. মোঃ চুন্নু মিয়া সহ সমিতির সকল সদস্য বিন্দু