স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ এ্যাম্বুলেন্স মালিক সমিতি’র ( ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির অন্তর্ভুক্ত) উদ্যোগে গতকাল ০৫-০২-২০২২ শনিবার, রাত ৮ ঘটিকায় চড়পাড়াস্থ এ্যাম্বুলেন্স মালিক সমিতির নিজস্ব নিজস্ব কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি, ময়মনসিংহ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি, এফবিসিসিআই এর সহ-সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি’র অতিরিক্ত মহাসচিব মোঃ আমিমুল হক শামীম সিআইপি।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ এ্যাম্বুলেন্স মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রানা।
শীতবস্ত্র বিতরণকালে এ্যাম্বুলেন্স মালিক সমিতির সাধারণ সম্পাদক
আনিসুর রহমান,স্বপ্নীল সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা এবং এ্যাম্বুলেন্স মালিক সমিতির কার্যকরী কমিটির সদস্য স্বপ্না খন্দকার, এ্যাম্বুলেন্স মালিক সমিতির কার্যকরী কমিটির নেতৃবৃন্দ, সর্বস্তরের এ্যাম্বুলেন্স এর মালিক ও চালকবৃন্দ সহ সুধীসমাজের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ আমিনুল হক শামীম সিআইপি তার এক বক্তব্যে বলেন; এ্যাম্বুলেন্স মালিক সমিতি আজ শীতবস্ত্র বিতরণ করছে, ইতিপূর্বেও তারা সকল মানবিক ও সামাজিক কাজে যুক্ত ছিল, আমরা আশা করি ভবিষ্যতেও যে কোন দুর্যোগে, সামাজিক কর্মকাণ্ডে ও সেবামূলক কাজে তারা সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।
তিনি এ্যাম্বুলেন্স মালিক সমিতির নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, আমরা এই সেবামূলক সংগঠনকে সার্বিকভাবে পৃষ্ঠপোষকতা প্রদান করবো।