মারুফ হোসেন কমলঃ
আদব, বুদ্ধি মোহাব্বত সাহস।
শরিয়ত,তরিকত,হকিকত ও মারেফাত। রহমতের দ্বার হতে ফিরিব না শুন্য হাতে
উপমহাদেশে প্রখ্যাত অলি-আল্লাহ হযরত গাউছুল আজম শাহ সুফী খাজা মোঃইউনুছ আলী রহমাতুল্লহি আ’লাইহি
ও আউলিয়াকুল শিরোমণি কুতুবুল এরশাদ মুজাদ্দেদ জামান গাউছুল আযম মুর্শিদে ছাকালাইন হযরতুল আ’ল্লামা মহাত্মা শাহ সুফী খাজা মুহাম্মদ ছাইফুদ্দীন (রহ.) সাহেব দ্বয়ের ওরছ মুবারক। শুক্রবার বাদ জুমা ঝান্ডা মোবারক উত্তোলনের মাধ্যমে তিন দিনব্যপি ওরছ শরীফ উৎযাপন হতে যাচ্ছে।
শনিবার দিবা গত রাতে লালকুঠি দরবার শরীফে মিলাদ জিকির দোয়া হয় রবি বার সকাল১০টায় লালকুঠি দরবার শরীফের মাজারে শরীফে আখেরী মোনাজাতে বিশ্বের সকল মুসলিম উম্মাহর দ্বীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা ও সকল ভক্ত আশেকান জাকেরানদের উন্নতি ও মঙ্গল কামনার মধ্য দিয়ে ওরছ শরীফ সম্পন্ন হবে ।
বরাবরের মতই এবারও মোনাজাতের পূর্বে দরবার শরীফে হাজারো ভক্ত আশেকানদের ঢল নামে।সাপ্তাহ পূর্বে থেকেই দেশের বিভিন্ন স্হান থেকে ভক্তদের আগমনে ৭ ফলগুন মিলনমেলায় পরিনত হবে ২০ ফেব্রুয়ারি রবিবার সকালে আখেরী মোনাজাতের মাধ্যমে ৭ ফাল্গুন সমাপনী উৎসব সম্পন্ন করে লালকুঠি পাক দরবার শরীফের ভক্ত আশেকান জাকেরানরা ঘরে ফিরবেন। উক্ত অনুষ্ঠানে লালকুঠি পাক দরবার শরীফের গদীনশীন পীরজাদা হযরত খাজা মুহাম্মদ সুজাউদ-দৌলা নকশবন্দী মোজাদ্দেদি, পীরজাদা হযরত খাজা মুহাম্মদ আলাউল হক (অলি) নকশবন্দী আল মোজাদ্দেদী হুজুরগণের মহব্বতের সহিত উপস্থিতিতে উক্ত ৭ই ফাল্গুন অনুষ্ঠানে বিশাল শানশওকত এর মধ্য দিয়ে সম্পন্ন করার মাধ্যমে উক্ত বিশাল লালকুঠি পাক দরবারে বাংলা, ভারত, আসামসহ বিভিন্ন দেশ থেকে জাকেরান আশেকান ভক্তবৃন্দ লালকুঠির দরবারে দলে দলে এসে যোগদান করেন।