১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা রাজধানীতে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার তিন
২৩, মার্চ, ২০২২, ১২:০১ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ

রাজধানীর গুলিস্থান ও ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর পল্টন মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ ফারুক হোসেন, মোঃ গোলাপ ও মোঃ বাবুল মিয়া।

পল্টন থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহউদ্দীন মিয়া ডিএমপি নিউজকে জানান, একজন মাদক ব্যবসায়ী পল্টল মডেল থানার গুলিস্থান শপিং কমপ্লেক্স এর প্রধান গেইটের সামনে ফুটপাতের উপর গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২২ মার্চ ২০২২) ভোর ৪:৩০টায় উক্ত স্থানে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ ফারুককে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত ফারুকের দেয়া তথ্যমতে একই দিন সকাল ৮:১০টায় মতিঝিল থানার ফকিরাপুল এলাকা হতে ১২ কেজি গাঁজাসহ গোলাপ ও বাবুলকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সমন্ধে তিনি বলেন, গ্রেফতারকৃতরা বিভিন্ন এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে পল্টন থানা এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা রুজু হয়েছে মর্মে জানান পুলিশের এ কর্মকর্তা।