চীফ রিপোর্টারঃ
পবিত্র মাহে রমজান মাসে ঢাকায় অবস্থিত বিভিন্ন রাষ্ট্রের বিদেশী কূটনৈতিকদের সৌজন্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ এপ্রিল ২০২২) সন্ধ্যায় বনানীর হোটেল শেরাটনে গ্রাউন্ড বলরুমে ডিএমপির ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, বিপিএম(বার)।
ডিএমপির ইফতার মাহফিলে আগত সকল কূটনৈতিককে স্বাগত জানিয়ে কমিশনার বলেন, “বাংলাদেশ পুলিশ দেশের একটি সুপ্রাচীন সেবাদানকারী সংস্থা। আমরা বিশ্বাস করি পুলিশিং শুধু একটি চাকরি নয়, এটা একটি মহৎ সেবা”।
জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশ বিশ্বে রোল মডেল স্থাপন করেছে উল্লেখ করে কমিশনার বলেন, “আমরা যেকোন অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করতে সর্বদা কাজ করে যাচ্ছি। অতিমারী করোনাকালেও মানবিক পুলিশ হিসেবে সমাজে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পুলিশ”।
তিনি বলেন, “ঢাকা মেট্রোপলিটন পুলিশ বাংলাদেশ পুলিশের সর্ববৃৎ ইউনিট। এই ইউনিটের রয়েছে সাইবার ইউনিট, বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াট, সাইবার সিকিউরিটি ইউনিট, স্পেশাল অ্যাকশন গ্রুপসহ বিভিন্ন বিশেষায়িত ইউনিট। ডিপ্লোম্যাটদের নিরাপত্তায় রয়েছে ডিপ্লোমেটিক সিকিউরিটি ইউনিট”।
বাংলাদেশ বিনিয়োগের উত্তম পরিবেশ উল্লেখ করে তিনি বলেন, “দেশে নিরাপত্তা ও বিনিয়োগের নিরাপদ পরিবেশ বজায় থাকায় বিদেশীরা এখন নিশ্চিতে বিনিয়োগ করতে পারছেন। আমরা সর্বদা চেষ্টা করি বিদেশীদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার জন্য“।
তিনি বলেন, “ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বদা সম্মানিত মহানগরবাসীর মূল্যবান পরামর্শ ও তথ্য সাদরে গ্রহণ করে থাকে। সম্মানিত নগরবাসীর শান্তি ও নিরাপত্তা প্রদানের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ”।
ঢাকা মেট্রোপলিটন পুলিশকে সর্বক্ষেত্রে সহযোগিতা করার জন্য নগরবাসীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ডিএমপি কমিশনার।
ইফতার ও দোয়া মাহফিলে ঢাকায় অবস্থিত বিভিন্ন রাষ্ট্রের বিদেশী কূটনৈতিক ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সুত্র, ডিএমপি নিউজ