এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
ঐতিহাসিক মুজিব নগর দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশাল কর্মসূচি গ্রহন করা হয়।
এ লক্ষ্যে রবিবার সকাল আটটায় ফুলবাড়িয়া পৌরসভার সামনে নেতাকর্মীরা জমায়েত হয়। পরে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের নেতৃত্বে বিশাল মিছিল বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণশেষে বঙ্গবন্ধু চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে বঙ্গবন্ধু চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া, এডভোকেট আবুল কাশেম মুছা মজিবুর রহমান খান, ডাঃ তোফাজ্জল হোসেন, শামছুল আলম বাবলু, মনির উদ্দিন, মঞ্জুরুল হক রাসেল, শাহ এস এম মোকাদ্দেছ সুমন, চান মিয়া, সুজন রতন দে, জাহাঙ্গীর আলম প্রমুখ।
সভাপতির বক্তব্যে নবগঠিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল ক্ষুধা, দারিদ্রমুক্ত উন্নত বাংলাদেশ গড়ে তোলা। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছেন। তিনি আরো বলেন, শেখ হাসিনার ভিষণ ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হলে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আবারো আওয়ামীলীগকে ক্ষমতায় নিতে হবে। তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফুলবাড়িয়া আসন থেকে গণপরিষদ সদস্য ও বর্তমান এমপি মোসলেম উদ্দিন এডভোকেটকে আবারো নির্বাচিত করতে হবে। এ জন্য উপজেলা আওয়ামী লীগকে আরো সংগঠিত হতে হবে।
সভায় ভবানীপুর ইউপি চেয়ারম্যান জবান আলী সরকারসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, পৌর আওয়ামী লীগসহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
উল্লেখস, বাঙ্গালীদের জন্য মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৭ এপ্রিল একটি চিরস্মরনীয় দিন। ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর থেকে স্বাধীনতার ঘোষনাপত্র জারি করার মাধ্যমে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপ-রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী করা হয়। বঙ্গবন্ধু পাকিস্তানে বন্দি থাকায় উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হন।
১৯৭১ সালের ১৭ ই এপ্রিল বর্তমান মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার এক আমবাগানে (পরবর্তী নাম মুজিবনগর) স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার আনুষ্ঠানিক শপথ গ্রহন করে। কয়েক প্লাটুন ইপিআর ও মুক্তিযোদ্ধা শপথ গ্রহন অনুষ্ঠানে গার্ড অব অনার প্রদান করে। শপথ গ্রহন অনুষ্ঠান শুরু হয় বেলা ১১টায়।