১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা রাজধানীর হাতিরঝিল থানা এলাকা হতে ৪,১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১।
১২, মে, ২০২২, ৬:০৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ

র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল ১২ মে ২০২২ ইং তারিখে ০০৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপি ঢাকার হাতিরঝিল

থানাধীন পশ্চিম রামপুরা ওয়াপদা রোড এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ডিএমপি ঢাকার হাতিরঝিল থানাধীন পশ্চিম রামপুরা ওয়াপদা রোডস্থ ওমর আলী লেন সংলগ্ন ৬১“হোপ কুঞ্জ“ নামক বিলডিং এর সামানে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ আরিফ খান ওরফে স্বপন (৫৫), পিতাঃ মৃত আব্দুল মান্নান, জেলা- ঢাকা’কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীর নিকট হতে ৪,১৫০ পিস ইয়াবা ট্যাবলেট (আনুমানিক মূল্য ১৪,৫২,৫০০/- টাকা), নগদ ৩৬,৪০০/- টাকা ও ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।