স্টাফ রিপোর্টারঃ
ব্যাপক জাকজমক ও উৎসবমূখর পরিবেশে উদযাপিত হয়েছে নাফিসা ফ্লাওয়ার ইউনিট এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী।
রবিবার (৫ জুন) বিকেল ৫ঘটিকায় নানা আয়োজনের মধ্য দিয়ে উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদ ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ ইকরামুল হক টিটু।
এসময় তিনি বলেন, সততা থাকলে প্রতিটি কাজেই সফলভাবে এগিয়ে চলা যায়। সততা এবং দৃড়তা নাফিসা এগ্রো প্রোডাক্টস লিঃ কে এগিয়ে নিয়ে যাবে বলে প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রমকে সফল করায় অতিথিবৃন্দুদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে শুভেচ্ছা বক্তব্য রাখেন, নাফিসা এগ্রো প্রোডাক্টস লিঃ এর পরিচালক মুফতি আল আমিন।
ব্যবস্থাপনা পরিচালক মোঃ শামীম মিয়ার সভাপতিত্ত্বে ও বাংলা সংবাদ উপস্থাপক বাংলাদেশ বেতার ময়মনসিংহ এর এনায়েত কবির খান সূর্য এবং আফরিন খান ঝুমুরের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোনাল প্রধান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, ময়মনসিংহ শাখার মোঃ আনিসুল হক, ভি.পি. এন্ড হেড অব ব্রাঞ্চ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, ময়মনসিংহ শাখার মোঃ গোলাম মোস্তফা, এক্সিকিউটিভ ম্যানেজার এন্ড ব্রাঞ্জ ইনচার্জ বেসিক ব্যাংক লিঃ ময়মনসিংহ শাখার মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমূখ।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর ৩৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহজাহান মুনির, নাট্যকার তোষার আহমেদসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পেশা শ্রেনীর গণ্যমান্য ব্যাক্তিবর্গরা।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তাহসীনুল কুরআন ওয়াসসুন্নাহ ইন্টারন্যাশনাল মাদরাসা প্রতিষ্ঠাতা পরিচালক, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারী হাফেজ মাওলানা আবু সালেহ মোহাম্মদ মুসা।
অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষে কোম্পানীর নিযোজিত ৩২ জন দক্ষ এবং সফল ডিলারদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশ বরণ্য শিল্পিগন গান পরিবেশন করেন।