স্টাফ রিপোর্টারঃ
রবিবার (০৫ জুন ২০২২) তারিখ মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার), ডিআইজি, ভারপ্রাপ্ত ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ মহোদয় কলমাকান্দা থানা বাৎসরিক পরিদর্শনের অংশ হিসেবে বার্ষিক পরিদর্শন করেন।
অদ্য সকালে ভারপ্রাপ্ত রেঞ্জ ডিআইজি কলমাকান্দা থানায় পৌঁছালে জনাব মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), পুলিশ সুপারের কার্যালয়, নেত্রকোনা এবং মোহাম্মদ আবদুল আহাদ খান, ভারপ্রাপ্ত কর্মকর্তা, কলমাকান্দা থানা ডিআইজিকে ফুলেল শুভেচছা জানান এবং পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
পরবর্তীতে ভারপ্রাপ্ত রেঞ্জ ডিআইজি থানার গুরুত্বপূর্ণ রেজিস্টার ও নথিপত্র পর্যালোচনা, অফিসার ও ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ, অস্ত্রাগার, মালখানা ও হাজত খানা এবং থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন করেন।
এ ছাড়াও থানায় কর্মরত সকল পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালন করার জন্য নির্দেশ প্রদান করেন।