১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঈশ্বরগঞ্জ ঈশ্বরগঞ্জে ৩ শিশু শিক্ষার্থী ছিনতাই।
৯, জুন, ২০২২, ৭:৫৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রথম শ্রেণীতে পড়ুয়া ৩ শিশু শিক্ষার্থীকে ছিনতায়ের ঘটনা ঘটেছে। উপজেলার মগটুলা ইউনিয়নের গালাহার গ্রামে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৯জুন) স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভাইয়ের বন্ধুর পরিচয়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেণী পড়ুয়া ৩ শিক্ষার্থীকে ছিনতাই করা হয়। শিক্ষার্থীরা হলেন হুমা আক্তার(৭) পিতা: আব্দুল হান্নান মিয়া, সুমাইয়া আক্তার (৭) পিতা:আজিজুল হক, আবু ইউসুফ(৭) পিতা: রুহান মিয়া। তারা তিনজনই গালাহার পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা।

ছিনতাইকারী সুমাইয়া কানের দোল নিয়ে যাওয়ার পর তারা হৈচৈ শুরু করলে অটোরিকশা করে তিন জনকেই দুপুর ২টার দিকে উপজেলার পৌর শহরের চৌকি আদালতের সামনে ফেলে রেখে যায়। পরে স্হানীয় লোকজন শিশুদের উদ্ধার করে পুলিশকে খবর দেয়।

ইউসুফ এর পিতা রুহান মিয়া বলেন, আমার ছেলে, সুমাইয়া ও হুমা প্রতিদিনের মতো একসাথেই স্কুল থেকে বাড়ি ফিরছিলো। পথে এমন ঘটনা ঘটবে তা কখনো ভাবিনি। খবর পেয়ে সাথে সাথেই বাড়ি থেকে ছুটে আসি। এমন ঘটনায় আমরা খুবই উদ্বিগ্ন। যে বা যারা এমন কাজ করছে তাকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।

এ বিষয় জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাছিনুর রহমান বলেন, খবর পেয়ে শিশুদের উদ্ধার করো থানায় আনা হয়। পরে শিশুদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় যারাই জড়িত রয়েছে তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।