১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা ২০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা গুলশান বিভাগ
১২, জুন, ২০২২, ৫:১৭ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার – রাজধানীর বনানী থানা এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেফতারকৃতদের নাম-মোঃ টিপু সরকার মিলন ও ড্রাইভার মোঃ আল আমিন সরদার।

শনিবার (১১ জুন ২০২২) বিকাল ৫:০৫ টায় বনানী থানার মহাখালী বাজার রোডের বিসমিল্লাহ টেলিকম এর সামনে থেকে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা গুলশান বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ খলিলুর রহমান ডিএমপি নিউজকে জানান, মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালীন তথ্য আসে কতিপয় মাদক কারবারি উত্তরা হতে গাঁজা সংগ্রহ করে প্রাইভেটকারযোগে মহাখালী সাতরাস্তার দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে মহাখালী কাঁচাবাজার এর দক্ষিণ পাশে রাস্তায় অবস্থান নেয় পুলিশ। প্রাইভেটকারটি উক্ত স্থানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দরজা খুলে পালানোর সময় সঙ্গীয় ফোর্সের সহায়তায় টিপু ও ড্রাইভার আল আমিনকে প্রাইভেটকারসহ গ্রেফতার করা হয়। আর ওই প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৪-১৬৭৯) থেকে উদ্ধার করা হয় ২০ কেজি গাঁজা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃতরা ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকাসহ আশপাশ বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে।

বনানী থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।

ডিএমপির গোয়েন্দা গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান, বিপিএম (বার), পিপিএম-সেবা এর নির্দেশনায় ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ কামরুজ্জামান সরদার এর তত্ত্বাবধানে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ খলিলুর রহমান এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।