১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঈশ্বরগঞ্জ ঈশ্বরগঞ্জে নববধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক
১৯, জুন, ২০২২, ৭:৩৭ অপরাহ্ণ - প্রতিনিধি:

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাদিয়া আফরোজা (১৯) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার দত্তপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর হাসপাতালে লাশ রেখে নিহতের স্বামী খালিদ হাসান টিটু (২৩) পলাতক রয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, ৭-৮ মাস পূর্বে পৌর এলাকার দত্তপাড়া গ্রামের মো. আব্দুল্লাহ আল মামুনের কন্যার সাথে পরিবারের অমতে বিয়ে হয় একই এলাকার মো. সুজন মিয়ার ছেলে খালিদ হাসান টিটুর। এদিকে নিহত সাদিয়া আফরোজ ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল।

টিটুর পরিবারের দাবি, ঘটনারদিন দুপুরে নিহতের স্বামী টিটু বাহির থেকে এসে দেখে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। অনেক্ষণ ডাকাডাকি করে সারা না পেয়ে অন্য দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে দেখতে পান গলায় ওড়না পেঁছানো অবস্থায় সিলিং ফ্যানে ঝুলছে ওই গৃহবধূর নিথর দেহ। পরে তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পরই হাসপাতাল থেকে পালিয়ে যায় নিহতের স্বামী খালিদ হাসান টিটু।

কিন্তু ভিন্ন কথা বলছে নিহতের পরিবার। বৃহস্পতিবার সকালেও নিহতের বাবা মো. আব্দুল্লাহ আল মামুন মেয়ের বাসায় যান। মেয়ের পরীক্ষার ফরম পূরণ করতে যাবার আগে বাসায় গিয়ে দেখেন মেয়ে ঘুমিয়ে রয়েছে। তখন মেয়ের স্বামীর কাছে মেয়ের কথা জানতে চাইলে টিটু জানায় ঘুমিয়ে আছে আফরোজা। নিহতের পিতা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, আমার মেয়েটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার মেয়ের খুনির ফাঁসি চাই’।

নিহত গৃহবধূর শাশুড়ি হোসনে আরা বলেন, শারীরিক অসুস্থতায় গতকাল থেকে আমি ঈশ্বরগঞ্জ হাসপাতালে ভর্তি। হাসপাতাল থেকে খবর পেয়েছি আমার পুত্রবধূ আত্মহত্যা করেছে। আমি তাঁকে মেয়ের মতো লালন করেছি। জানিনা কি কারণে সে এমন ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধা করা হয়েছে। ময়নাতদন্তের মৃত্যুর আসল কারণ জানা যাবে।