১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঈশ্বরগঞ্জ ঈশ্বরগঞ্জে এক তরুনের ঝুলন্ত লাশ উদ্ধার।
২৫, জুন, ২০২২, ১০:১৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সালমানুল হক বিজয় (২০) নামের এক তরুনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের উত্তর বনগাঁও গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের উত্তর বনগাঁও গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে ফুটবলার সালমানুল হক বিজয় শুক্রবার রাতে খালি বাড়িতে ঘরের বারান্দার আড়ার সঙ্গে ওড়না দিয়ে পেঁচিয়ে ঝুলে থাকতে দেখে স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বাবা হারা বিজয়ের মা ঢাকায় কাজ করে। একা একা থাকতো বাড়িতে। তার মৃত্যুর বিষয়টি সঠিক তদন্তের জন্য দাবি জানান এলাকাবাসি। এসময় তারা আরো বলেন বিজয়ের পায়ে ছিলো ফুটবলের জাদু। ফুটবলার হিসেবে পুরো উপজেলাতেই তার সুনাম রয়েছে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা, শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।