স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ সদরের চর নিলক্ষীয়া ল্যাংড়ার বাজার সংলগ্নে নিরীহ পরিবারের মৃত হোসেন আলী গংদের পৈত্রিক সম্পত্তির কবরস্থানের একদল ভূমি দস্যুরা জোর পূর্বক বাউন্ডারী নির্মানে কাজে বাঁধা দিতে ভূমি দস্যুদের হামলায় গুরুতর আহত হয় ৪ জন।
গত ২৭ জুন সন্ধ্যায় ময়মনসিংহ সদর ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়নের চর নিলক্ষীয়া বেপারীপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা ল্যাংড়া বাজার সংলগ্নে নিরীহ পরিবারের পিতামৃত হোসেন আলীর ছেলে মৃত আক্কু মিয়া, কাউছার আলী, মান্নান, তার বোন জুলেকা, মালেকা। উপরে উল্লেখিত নিরীহ পরিবারের পৈত্রিক সম্পত্তির মালিক। তার মধ্যে দুই বোন জীবিত। বাকী সকলেই মৃত্যু বরণ করেন। এ পরিবারের তথ্যে জানা যায়, উপরে উল্লেখিত নিরীহ পরিবারের মৃত ব্যক্তিবর্গের বর্তমান ওয়ারিশান পৈত্রিক সম্পত্তির বর্তমান মালিক বিল্লাল, জুয়েল, রফিক, আফরোজা, জসিম, মোর্শিদা, মুসলেম, আতাব আলী, ইমরান, নূর নাহার, শামসুন্নাহার, রোকন নাহার, জয়নাল, খলিল, শরিফুল, মুঞ্জুরুল হক। উপরে উল্লেখিত গংদের পৈত্রিক সম্পত্তির কবরস্থানের ভূমি দস্যুরা জোর পূর্বক বাউন্ডারী নির্মাণ করেন। ভূমি দস্যুরা হলেন- আরফান আলী, পিতামৃত তনা বেপারী, সুজাত পিতা আরফান আলী, উভয় সাং-চর কালীবাড়ী, রফিক পিতামৃত- আব্দুল হেলিম, জজ মিয়া, এনটেছ মিয়া, কালাম সর্বপিতামৃত- মিরাজ আলী, সর্বসাং-চর নিলক্ষীয়া উজানপাড়া। নিরীহ পরিবারের পৈত্রিক সম্পত্তির কবরস্থানের বাউন্ডারী নির্মাণ করার ব্যাপারে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের জানান। প্রতিবেশী বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী পিতামৃত-মইজ উদ্দিন, তার ছেলে কালাম, আবুল বাশার, তার আত্মীয় আকাশ, কাউছার ঘটনাস্থলে যান এ বিষয়ে আব্দুল আলী বিবাদীদেরকে সামাজিক ভাবে কাগজপত্র নিয়ে দরবারে বসার প্রস্তাব দেয়। বিবাদীরা দরবারে বসতে রাজি না। তারা উত্তেজিত হয়ে প্রায় ৭০/৮০ জন লোক অর্তকৃত ভাবে বাদীর পরিবারের উপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয় চার জন। আহতরা হলেন- কালাম, আবুল বাশার, আকাশ, কাউছার। তাদেরকে এলাকাবাসী ময়মনসিংহ মেডিকেল ও হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে পিতামৃত ময়েজ উদ্দিনের ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী ২৯/৬/২২ইং তারিখে কোতোয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। এব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ।