১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঢাকা মেট্রো বেকারস্ অ্যান্ড কমপ্লেক্স’ এর আউটলেট এখন রমনায়
৩০, জুন, ২০২২, ১:৪৪ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ

– ‘স্বাস্থ্য সচেতনতাই সুস্থ্যতা’ এই স্লোগানকে উপজীব্য করে জনস্বাস্থ্যের বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘মেট্রো বেকারস অ্যান্ড কমপ্লেক্স’ এর আউটলেট এখন যাত্রা শুরু করেছে রমনায়।

সর্বসাধারণের মাঝে স্বাস্থ্য সম্মত খাবার পৌঁছে দেয়াই ‘মেট্রো বেকারস অ্যান্ড কমপ্লেক্স’এর মূল লক্ষ্য।

বুধবার (২৯ জুন ২০২২) সকাল ১০ টায় রমনা মডেল থানা সংলগ্ন নবনির্মিত মেট্রো বেকারস অ্যান্ড কমপ্লেক্স এর আউটলেট এর শুভ উদ্বোধন করেন ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, বিপিএম(বার)।

ভেজালমুক্ত খাবার প্রদানের নিশ্চয়তা নিয়ে নিজস্ব ডেয়ারির মাধ্যমে উৎপাদিত বিভিন্ন আইটেম এর খাবার নিয়ে মেট্রো বেকারস হাজির হয়েছে। তাদের বেকারী আইটেমের মধ্যে রয়েছে- ব্রেড, কেক, হরলিক্স বিস্কিট, ওভালটিন বিস্কিট, স্পেশাল টোস, ফিঙ্গার টোস, সলটেড, সুগার ফ্রি সলটেড, কুকিজ বিস্কিট, বাদামী বিস্কিট, পানির কাচা বিস্কিট, মিল্ক কাচা বিস্কিটসহ রয়েছে নানান স্বাদের সুস্বাদু বিস্কুট।

‘মেট্রো বেকারস’ এর ফাস্ট ফুড আইটেমের মধ্যে রয়েছে- বিফ গ্রিল বার্গার, বিফ বাটার বার্গার, চিকেন বার্গার, ভেজিটেবল বার্গার, চিকেন স্যানডুইচ, ভেজিটেবল স্যানডুইচ, ক্লাব স্যানডুইচ, সুগার ফ্রি স্যানডুইচ, চিকেন প্যাটিজ, ভেজিটেবল প্যাটিজ, চিকেন রোল, ভেজিটেবল রোল, সামুচা, কালিজা সিঙ্গারা, কালিজা সামুচা, পাটিসাপটা পিঠা, ক্রিসা পাটিসাপটা পিঠা ইত্যাদি।

আর মেট্রো কমপ্লেক্সে রয়েছে নানান পদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী।

এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) কৃষ্ণপদ রায় বিপিএম (বার), পিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কশিনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

 

 

সুত্র, DMP news