আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সভাপতিত্বে উপদেষ্টার বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক- মাদক প্রতিরোধে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, সচিবসহ সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
সভাপতির বক্তব্যে ইউএনও মিজাবে রহমত সভায় উপস্থিত হওয়ায় সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জন সাধারণকে বাল্য বিবাহের কুফল সম্পর্কে সচেতন করাতে হবে। বাল্য বিবাহ ও শিশু নির্যাতনের মতো এমন অনৈতিক কাজের সঙ্গে যারা জড়িত থাকবে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা গ্রহণ ও উপজেলায় যানজট নিরসন এবং সয়াবিন তেলসহ যাবতীয় নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রে মুল্য নিয়ন্ত্রণে সহযোগীতা করতে সকলের প্রতি আহবান জানান।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিন্নাত শহীদ পিংকি,তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, সালমা আক্তার কাকন, সকল ইউপি চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণসহ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যগণ