১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গণমাধ্যম, ময়মনসিংহ ময়মনসিংহে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান করেছে সাংবাদিকবৃন্দ
২৩, জুলাই, ২০২২, ৮:৫০ অপরাহ্ণ - প্রতিনিধি:

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটির উদ্যোগে নগরীর কৃষ্টপুরে ডি এস কামিল মাদরাসার হলরুমে অনুষ্ঠিত হয় ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান।

উক্ত ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মীর মোঃ সিরাজুল ইসলাম।

জানা গেছে, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি আবু নাছের তারেক সরকার বাবু এর সভাপতিত্বে মহানগর কমিটির সভাপতি জিয়াউর রহমান মিন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের ময়মনসিংহ জেলার উপদেষ্টা ডাঃ মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ, কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মোঃ মুশিদুল আলম, কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক, মোঃ মিজানুর রহমান।

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক, আজহারুল আলম, দৈনিক আমার সংবাদ পত্রিকার ময়মনসিংহ বিভাগের ব্যুরো চিফ মোঃ আনোয়ার তালুকদার, জেলা কমিটির সহ সভাপতি জাকির হোসাইন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন মহানগর কমিটির সভাপতি জিয়াউর রহমান মিন্টু, জেলা কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক, শামীম হোসাইন, জেলা কমিটির অর্থ সম্পাদক, এনামুল হক, জেলা কমিটির দপ্তর সম্পাদক আবুল বাশার লিংকন, মহানগর কমিটির দপ্তর সম্পাদক সোহানুর রহমান সোহান, ফুলবাড়িয়া উপজেলার সভাপতি আব্দুল কাদের আকন্দ।

আরো উপস্থিত ছিলেন, তাইজুল ইসলাম জুয়েল, আব্দুল হাকিম, আলাদীন সানী, শেখ সাদী মাসুম, বিসু সাহা, রফিকুল ইসলাম রতন, আবুল হাসানাত রাতুল, মাহমুদুল্লাহ রিয়াদ, মিজানুর রহমান সিনহা, সুশান্ত মজুমদার শান্ত, জহিরুল ইসলাম, নজরুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মীর সিরাজুল ইসলাম বলেন, সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করতে সকলের ঐক্য থাকতে হবে। শ্রম, মেধা, অর্থ সহ সকল সদস্যদের সাথে যোগাযোগ রাখা, একে অপরের সাথে কাঁদে কাদ মিলে কাজ করে যেতে হবে। কিছু মানুষজন সংগঠনের ক্ষতির লক্ষে আপনাদের কুপরামর্শ ও একে অপরের সাথে ঝগড়া বিবাদে লিপ্তসহ বিভিন্ন পায়তারা করেই চলবে।

কারো কথা কানে না নিয়ে এগিয়ে যেতে হবে। এ সংগঠন শুধু আমার নয় আপনার। নিজের মনে করে যাঁর যাঁর অবস্থান থেকে কাজ করে যান। আমরা তৃণমূল পর্যায়ে কাজ করছি আমরা সাকসেস হয়েছি। ইনশাআল্লাহ আগামী দিন গুলোতে ময়মনসিংহ বিভাগের ৪টি জেলায় সংগঠনকে এগিয়ে নিতে কেন্দ্রীয় ভাবে আপনাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করবো।

বিশেষ অতিথির বক্তব্যে গোলাম কিবরিয়া পলাশ বলেন, দীর্ঘ দিন পর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যুক্ত হতে পেরে কেন্দ্রীয় ও জেলা মহানগর কমিটির নেতৃবৃন্দের জানাই ধন্যবাদ ও অভিনন্দন। সেই সাথে সংগঠনের কার্যক্রমকে আরো শক্তিশালী করতে জেলা, মহানগর ও উপজেলা কমিটির সার্বিক সহযোগিতা আশা করছি। জেলা ও মহানগর কমিটির ঈদ পুনর্মিলনী প্রোগ্রামের আয়োজনকে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ স্বাগত ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।