১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা রাজধানীর উওরা থেকে ২০৫০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে ডিবি
২৪, জুলাই, ২০২২, ৬:৫৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ – রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকা থেকে ২০৫০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মোঃ সেলিম উল্লাহ প্রকাশ সেলিম।

শনিবার (২৩ জুলাই ২০২২) সন্ধ্যা ৬:৩০ টায় উত্তরা পূর্ব থানার ৬ নং সেকশন এলাকায় অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেফতার করে সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।

গোয়েন্দা ওয়ারী বিভাগের সহকারি পুলিশ কমিশনার মাহফুজুর রহমান জানান, উত্তরা পূর্ব থানার ৬ নং সেকশন এলাকার লাযিয রেস্টুরেন্ট এর সামনে একজন মাদক কারবারি ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে ২০৫০ পিস ইয়াবাসহ সেলিমকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত সেলিম কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রয় করতো।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মামলা রুজু হয়েছে।