চীফ রিপোর্টারঃ – ২৫/০৭/২০২২ খ্রিস্টাব্দে জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর পাটগুদাম, আলিয়া মাদ্রাসা রোড, ভবানীপুর এলাকায় মাদকদ্রব্যের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে এ সকল এলাকা থেকে ৪(চার) জন মাদকসেবীকে গাঁজা সংরক্ষণ ও সেবনরত অবস্থায় গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বিভিন্ন মেয়াদে দৃষ্টান্তমূলক কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনাকালে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট উপস্থিত জনগণের উদ্দেশ্যে মাদকের বিরুদ্ধে সচেতন হওয়ার জন্য বক্তব্য প্রদান করেন। সার্বিক সহায়তায় ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ ” ক ” সার্কেল।
জনস্বার্থে মাদকের বিরুদ্ধে জেলা প্রশাসনের এরূপ অভিযান চলমান থাকবে জানা যায়।