১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার -০৭
২৯, জুলাই, ২০২২, ৭:১৮ অপরাহ্ণ - প্রতিনিধি:

স্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম-সেবা) (অতিরিক্ত ডিআইজি পদে পদন্নোতি প্রাপ্ত) এর দিকনির্দেশনায় কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ্ কামাল আকন্দ পিপিএম বার এর নির্দেশে অপরাধ নির্মূলে নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

গতকাল বুধবার (২৭ জুলাই ২০২২) তারিখ সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া ০৭ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।

এসআই (নিঃ) অসীম কুমার দাস এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ রেলক্রসিং সংলগ্ন হাবিবুরের দোকানের পিছনে হইতে মাদক মামলার আসামী ১। মোঃ মাহবুব(৪৫), পিতামৃতঃ আতাব উদ্দিন, সাং-রঘুরামপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন এবং তাহার নিকট হইতে ৩৩(তেত্রিশ) পুটলা গাঁজা, যাহার মোট ওজন ২০০(দুইশত)গ্রাম, গাঁ কাটার বাটাল এবং গাঁজা খাওয়ার ০১টি কলকি উদ্ধার করেন।

এসআই (নিঃ) দিদার আলম এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতয়ালী থানাধীন আকুয়া দক্ষিণ পাড়া সাকিনস্থ মায়া নীড় বাসভবনের সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক মামলার আসামী ১। মোঃ হারুনুর রশিদ (৩৭), পিতা-মৃত লাল মিয়া, সাং-আকুয়া হাবুন বেপারীর মোড়, ২। মোঃ মেহেদী হাসান (৩০), পিতা-মৃত হেলাল উদ্দিন, সাং-চরপাড়া নয়াপাড়া, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন এবং তাহাদের নিকট হইতে ৪২ (বিয়াল্লিশ) পিস নেশাজাতীয় ইনজেকশন, যার মোট ওজন ৮৪ মিঃ লিঃ, যার মূল্য অনুমান ৬,৩০০/- (ছয় হাজার তিনশত) টাকা এবং সর্বমোট ৪৫০/-(চারশত পঞ্চাশ) টাকা উদ্ধার করেন।

এসআই (নিঃ) জহিরুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন কাঠগোলা এলাকা হইতে চুরি মামলার সন্দিগ্ধ আসামী ১। মোঃ রেজাউল (২৩), পিতা-মকবুল, সাং-উত্তরা পুলিশ লাইন্স, ২।শহিদুল ইসলাম বাবু (১৯), পিতামৃত-তারা মিয়া, সাং-কালিকাপুর, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।

এসআই (নিঃ) তানভীর আহম্মেদ ছিদ্দিকী এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন পাটগুদাম ব্রীজ মোড় এলাকা হইতে দস্যুতার চেষ্টা মামলার সন্দিগ্ধ আসামী ১। মোঃ বাশার (২০), পিতা-নূরুল আমিন, সাং-চর ঝাউগড়া কুড়েরপাড়, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করা হয়।

এসআই (নিঃ) নিরুপম নাগ এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতয়ালী থানাধীন মাসকান্দা পাসপোর্ট অফিসের পিছনে জনৈক মোস্তফা এর ৫ম তলার ডান পাশের ফ্ল্যাট হইতে ২৯০ ধারায় অপরাধ করায় আসামীদের গ্রেফতার করিয়া থানায় নিয়া আসা হয়।

আসামীদের নাম ঠিকানা-
১। আছমা (৩৫), পিতামৃত-আক্কাস আলী, সাং-বলাশপুর আবাসন, থানা-কোতোয়ালী
২। নাবিলা (২৫), পিতা-আজিজুল, সাং-সিড ষ্টোর ধানের খলা, থানা-ভালুকা
উভয় জেলা-ময়মনসিংহ
৩। রাজিয়া সুলতানা (২৭), পিতা-মোঃ দুলু মিয়া, সাং-ঝাউগড়িয়া, থানা-দুপচাচিয়া
জেলা-বগুড়া
৪। ওলিউল্লাহ (৩০), পিতা-আঃ কদ্দুস, সাং-বলাশপুর আবাসন
৫। মোখলেছ (৩২), পিতা-মোঃ সাফা মন্ডল, সাং-কেওয়াটখালী, উভয় থানা-কোতোয়ালী
জেলা-ময়মনসিংহ
ইহা ছাড়াও এসআই(নিঃ) মানিকুল ইসলাম ০১টি সিআর বডি তামিল করেন।

সিআর বডি ০১ জন।
১। মামুন মিয়া, পিতা-জামাল উদ্দিন, সাং-৪/১ হামেদ আলী রোড, আকুয়া ভাঙ্গাপুল, ইসলামী ফাউন্ডেশান সংলগ্ন, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ। গতকাল বুধবার গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।