১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা ২,০০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিবি ডিএমপি মতিঝিল বিভাগ
৪, আগস্ট, ২০২২, ১১:১১ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ – রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মোছাঃ রত্মা বেগম ও মোঃ রবিউল ইসলাম মিলন।

মঙ্গলবার (৩ আগস্ট ২০২২) রাত ৮:৩০ টায় হাতিরঝিল থানার বড় মগবাজার এলাকায় ইয়াবাসহ তাদের গ্রেফতার করে ডিবি মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল্লাহ আল মামুন ডিএমপি নিউজকে জানান, মহানগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালীন সংবাদ আসে হাতিরঝিল থানার বড় মগবাজার এলাকার আজিজ অটো পার্টস অ্যান্ড সেন্টারের সামনে দুইজন ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে ২০০০ পিস ইয়াবাসহ রত্মা ও রবিউলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা বলেন, তারা পরস্পর যোগসাজশে কক্সবাজারসহ দেশের সীমান্ত এলাকা থেকে কম দামে ইয়াবা ক্রয় করে ঢাকা শহর ও আশপাশ এলাকায় বেশি দামে বিক্রি করে থাকে।

ডিএমপির হাতিরঝিল থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।