১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ভালুকা সে‌ভেন স্টা‌র রেস্টুরেন্টে খাবারে তে‌লে‌পোকা পাওয়ায় ৪০ হাজার টাকা জ‌রিমানা
৪, আগস্ট, ২০২২, ৭:২৪ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ – ময়মনসিংহের ভালুকায় সেভেনস্টার হোটেল অ্যান্ড মিনি চাইনিজ রেস্টুরেন্টে খাবা‌রে তে‌লে‌পোকা পাওয়ায় ৪০ হাজার টাকা জ‌রিমানা জরিমানা করেছে।

গতকাল
৩ আগস্ট বুধবার ভ্রাম্যমাণ আদালত এর মাধ্যমে এ জরিমানা করা হয়।

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালমা খাতুন বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এছাড়াও উক্ত প্রতিষ্ঠান এর বিরুদ্ধে সরকারি ভ্যাট ফাঁকি অভিযোগ রয়েছে।
ভ্যাট ফাঁকির বিষয়ে কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট ময়মনসিংহ সার্কেল এর ভালুকা উপজেলা দায়িত্বে থাকা এক কর্মকর্তার সাথে কথা হলে তিনি বলেন ভ্যাট বাড়িয়ে দেওয়ার তাগিদ দেওয়া হচ্ছে।