চীফ রিপোর্টারঃ – রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে ১৬ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা রমনা বিভাগ।
গ্রেফতারকৃতদের নাম- উৎপল মৌলিক, রহমত উল্লাহ রিমন ও মোঃ আঃ আজিম।
বৃহস্পতিবার (৪ আগষ্ট ২০২২) রাত ৮:৫৫টায় খিলগাঁও থানার বনশ্রী হতে স্টাফ কোয়াটার্সগামী রোডে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা রমনা বিভাগের রমনা জোনাল টিম।
অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিশু বিশ্বাস, পিপিএম ডিএমপি নিউজকে জানান, মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালীন তথ্য পাওয়া যায় কতিপয় মাদক কারবারি গাঁজা ক্রয়-বিক্রয়ের জন্য খিলগাঁও থানার বনশ্রী হতে স্টাফ কোয়াটার্সগামী রোডের এইচটিএস পেট্রোল পাম্পের সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে ১৬ কেজি গাঁজাসহ উৎপল, রিমন ও আজিমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান গোয়েন্দা এ কর্মকর্তা।