১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহে রাজস্ব বিভাগে এক সার্ভেয়ার এর দাপট।
১০, আগস্ট, ২০২২, ৪:২৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার সেলিম মিয়াঃ= ময়মনসিংহ রাজস্ব বিভাগের এক সার্ভেয়ার এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার,ক্ষতিগ্রস্ত ভুমির মালিকদের সাথে অসদাচরণ এর অভিযোগ পাওয়া গেছে।

তিনি হলেন ময়মনসিংহ ভুমি অধিগ্রহণ শাখা ( এল এ শাখার) সার্ভেযার সরদার জাহাঙ্গীর ।
জানা যায় তিনি এল এ শাখার অধিনে ভুমি মালিকদের অধিগ্রহণ কৃত ভুমির ৮০℅ রিপোর্ট প্রস্তুত ও কাগজপত্রের যাচাই করে থাকেন।
সার্ভেয়ার সরদার জাহাঙ্গীর এর কাছে আকুয়া বাইপাস এলাকায় কাদির মড়ল গং এর ৪০ শতাংশ ভুমি অধিগ্রহণ এর ক্ষতিপূরণের অর্থের খোঁজ খবর নিতে গেলে তাদের কে দীর্ঘ দিন যাবত ঘোরাতে থাকে এবং জানতে চাইলে খারাপ আচরণ করেন।
এ ব্যাপারে কাদির মড়ল গং জেলা প্রশাসন ও ভুমি অধিগ্রহণ কর্মকর্তার দারস্থ হলে সার্ভেয়ার সরদার জাহাঙ্গীর ৮ আগস্ট বিকালে এল এ শাখায় গেলে তিনি ক্ষেপে গিয়ে খারাপ আচরণ করেন। যার ভিডিও ফুটেজ ও অডিও রেকর্ড প্রতিবেদক এর কাছে রয়েছে।

অপরদিকে ত্রিশাল উপজেলার মামুন সরকার ভুমি অধিগ্রহণ এর ক্ষতিপূরণের কয়েক কোটি টাকা দুই বছর পেরিয়ে গেলেও পাচ্ছেন না।

তিনি অদৃশ্য ক্ষমতার জোরে এল এ শাখার ভুমি অধিগ্রহণ এর বেশির ভাগ কাজের ফাইল দেখে।
তার কর্মকান্ডে এল এ শাখার অন্য সার্ভেয়ারগণ অসহায়।
এ ব্যাপারে সার্ভেয়ার সরদার জাহাঙ্গীর এর মোবাইলে ফোনে কথা হলে তিনি এ সকল অভিযোগ অস্বীকার করেন।