১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ, সারা বাংলা দেশের মানুষের অক্লান্ত শ্রম কখনোই বিফলে যাবে না – শরীফ আহমেদ
১৬, আগস্ট, ২০২২, ১১:২৫ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা এদেশের মাটি থেকে কোনভাবেই নিশ্চিহ্ন করা সম্ভব নয় বলে জানিয়েছেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি ।

সোমবার ১৫ আগস্ট ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইট কান্দি উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফুলপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশের মানুষের অক্লান্ত শ্রম কখনোই বিফলে যাবে না উল্লেখ করে তিনি বলেন, সবার অক্লান্ত শ্রম, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শের ভিত্তিতে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ অবশ্যই একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে তাতে কোন সন্দেহ নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের সর্বস্তরের জনগণের মাঝে যে আদর্শের বীজ বপন করেছেন, যে চেতনার ভিত্তিতে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছে সেই আদর্শ ও চেতনা বাংলার মাটি থেকে কোনভাবেই নিশ্চিহ্ন করা সম্ভব নয়। এদেশের ঘরে ঘরে আজ বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক তৈরি হয়েছে।

দেশের সর্বস্তরের মানুষ আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে বিনির্মাণের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে ফুলপুর উপজেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগের সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।