১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা শিশু অপহরণকারীর পরিচয় খুঁজছে পুলিশ
৮, সেপ্টেম্বর, ২০২২, ৫:১৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ

– ছবিতে প্রদর্শিত মহিলা শিশু অপহরণ মামলার সন্দেহভাজন আসামী। তার পরিচয় খুঁজছে পুলিশ।

গত ১১ আগস্ট ২০২২ সন্ধ্যায় অপহৃত শিশু ইব্রাহীমের পিতা মোঃ রানা মিয়া তাকে সঙ্গে নিয়ে বনানী থানার সংক্রামক ব্যাধি হাসপাতাল জামে মসজিদে মাগরিবের নামাজ পড়ার জন্য যান। নামাজরত অবস্থায় শিশু ইব্রাহীম মসজিদের বাইরে বেরিয়ে আসে। নামাজ শেষে তাকে আর পাওয়া যায়নি।

এ সংক্রান্তে শিশু ইব্রাহীমের পিতার অভিযোগে প্রেক্ষিতে বনানী থানায় গত ১২ আগস্ট ২০২২ একটি মামলা রুজু হয়। মামলা তদন্তকালে পুলিশ উক্ত স্থানে থাকা সিসিটিভিতে ধারণকৃত ভিডিও ফুটেজ ও ছবি সংগ্রহ করে। ভিডিও ফুটেজে দেখা যায় যে, একজন অজ্ঞাত মহিলা শিশু ইব্রাহিমকে সংক্রামক ব্যাধি হাসপাতাল জামে মসজিদের মাঠ থেকে জোরপূর্বক অপহরণ করে কোলে করে নিয়ে যাচ্ছে।

মামলার সুষ্ঠু তদন্ত ও অপহৃত শিশু উদ্ধারের জন্য ছবিতে প্রদর্শিত মহিলার সন্ধান জানা একান্ত প্রয়োজন। যদি কেউ উক্ত মহিলার সন্ধান জেনে থাকেন তা হলে গোয়েন্দা গুলশান বিভাগের তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিঃ) (০১৭১১১৮৯৩৭৩) এর সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

 

 

 

 

সুত্র, ডিএমপি নিউজ