চীফ রিপোর্টারঃ
– : ভুল করে অন্য কেন্দ্রে যাওয়া এক এসএসসি পরীক্ষার্থীকে সরকারি গাড়িতে করে সঠিক কেন্দ্রে পৌঁছে দিলো ডেমরা ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শ্যামপুরে এ ঘটনা ঘটে।
ডেমরা ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার ইমরান হোসেন মোল্লা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এক পরীক্ষার্থী তার মাসহ ভুল করে শ্যামপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে চলে আসে। রোল মিলিয়ে দেখে যে তার কেন্দ্র হলো শ্যামপুর ঢাকা ম্যাচ ফ্যাক্টরি-সংলগ্ন বাকচর আদর্শ উচ্চবিদ্যালয়, যা ওই কেন্দ্র থেকে প্রায় আধ ঘণ্টা দূরে অবস্থিত।
পরে পরিস্থিতি ও সময় বিবেচনা করে তাদের দুজনকে আমার সরকারি গাড়িতে করে বাকচর আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। এ সময় টিআই জিএম মুছা কালিমুল্লা ও সার্জেন্ট ইমরান সর্বাত্মক সহযোগিতা করেন। যথাসময়ের আগেই পরীক্ষার্থী ও অভিভাবক নিরাপদে কেন্দ্রে পৌঁছাতে পারায় তারা ডেমরা ট্রাফিক পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানান।
অপরদিকে
ভুল করে ভুল কেন্দ্রে চলে আসে উওরা উদয়ন স্কুলের এসএসসি শিক্ষার্থী মীম। তার কেন্দ্র ছিল উত্তরা গার্লস স্কুলে। কিন্তু সে চলে আসে উত্তরা বয়েজ স্কুলে। তখন তার চোখে মুখে শঙ্কা। পুলিশ ঘটনাটি জানতে পারলে তাকে তোলা হয় উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীনের গাড়িতে। পৌঁছে দেওয়া হয় তার নির্দিষ্ট কেন্দ্রে। যে যাই বলুক না কেন বাংলাদেশ পুলিশ এখন অনেক মানবিক, অনেক বদলে গেছে। আমার বিশ্বাস আরও বদলে যাবে।
পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন ঐ পরীক্ষার্থীর অবিভাবক সহ অনেকেই।