১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঈশ্বরগঞ্জ ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামী সহ গ্রেফতার ৩
৮, অক্টোবর, ২০২২, ১০:৪৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ::
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলার প্রধান আসামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়।
জানা যায়, উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচার চর মাঠপাড়া গ্রামের মৃত শুকুর মাহমুদের পুত্র বাবুল মিয়া (৫০) প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি । বাবুল মিয়া বাড়িতে আসছে এমন খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার এসআই সাজেদুল ইসলামের নেতৃত্বে শুক্রবার রাতে অভিযান চালিয়ে আসামি বাবুল মিয়াকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
অপরদিকে এস, আই সাদী মোহাম্মদের নেতৃত্বে অভিযান চালিয়ে নরসিংদী জেলার দায়ের করা যৌতুক মামলার আসামী মাইজবাগ ইউনিয়নের কবির ভুলসুমা গ্রামের ফজলুল হকের পুত্র সাব্বির আহমেদ (২৫) ও এ এস আই শাকিল আকন্দ উপজেলার রাজিবপুর ইউনিয়নের মমরেজপুর গ্রামের হাসিম উদ্দিনের পুত্র আব্দুল করিমকে (৩৫) গ্রেপ্তার করে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাছিনুর রহমান বলেন, পুলিশ সুপারের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করে প্রতিবন্ধী নারী ধর্ষণসহ সিআর ও জিআর মামলার ৩জন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তাহমিনা জান্নাত
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি।