১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা অনলাইন জুয়ারি চক্রের এক সদস্য গ্রেফতার
২৩, অক্টোবর, ২০২২, ১:০৩ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ – রাজধানীর শাহজাহানপুর থানা এলাকা থেকে অনলাইন জুয়ারি চক্রের একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কাউন্টার টেরোরিজম বিভাগ(সিটি)।

গ্রেফতারকৃতের নাম মোঃ বেনজির হোসেন।

অভিযানে নেতৃত্ব দেওয়া সিটি ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের ইকোনমিক ক্রাইম অ্যান্ড হিউম্যান ট্রাফিকিং টিমের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোঃ তোহিদুল ইসলাম, বিপিএম(বার) ডিএমপি নিউজকে জানান, বৃহস্পতিবার (২০ অক্টোবর) ঢাকা মহানগরে অভিযান পরিচালনাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র অনলাইনের মাধ্যমে বেশকিছু গেমিং সাইট ব্যবহার করে অনলাইনে জুয়া খেলছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ সন্ধ্যা সন্ধ্যা ০৬:৪৫ টায় শাহজাহানপুরের শিল্পী হোটেলের সামনে থেকে বেনজীর নামের একজনকে দুটি মোবাইলসহ গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, এ চক্রের বেনজীরসহ পলাতক অন্যান্যরা অনলাইনের বেশকিছু সাইট ব্যবহার করে জুয়া খেলে থাকে। পলাতক অন্যদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

শাহজাহানপুর থানায় মামলা রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আলাদাতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।