১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, খুলনা বেনাপোল সোনারবার সহ দুই ভাই আটক
২৭, অক্টোবর, ২০২২, ৪:৪০ অপরাহ্ণ - প্রতিনিধি:

আসাদুজ্জামান রিপন (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১০ পিস স্বর্ণের বার সহ পাচারকারী আপন দুই ভাইকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে যশোর ৪৯ বিজিবি এর একটি টহল দল বেনাপোল সীমান্তের গাজীপুর পাকা রাস্তার উপর হতে তাদেরকে আটক করা হয়। আটককৃত স্বর্ণের ওজন ১কেজি ২০০ গ্রাম।

আটকরা হলো ১। মোঃ মিলন হোসেন (২৮) এবং ২। মোঃ হিরন মিয়া (২৫)। উভয়ের পিতা-মোঃ শফিকুল ইসলাম
তারা চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানার মুন্সিপুর গ্রামের
বাসিন্দা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ মিনহাজ সিদ্দিকী জানান.গোপন সংবাদের ভিত্তিতে গাজিপুর পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১০ পিস সোনারবার সহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।