১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ ব্রিজ মোড় এলাকায় মোবাইল ছিনতাইয়ের ঘটনায় আটক ১
২৪, নভেম্বর, ২০২২, ১০:২২ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ব্রিজ মোড় এলাকায় দৈনিক জনবাণী পত্রিকার ঈশ্বরগঞ্জ প্রতিনিধির মোবাইল ফোনটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। জনতার হাতে আটক এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ ব্রিজ মোড় এলাকায় বিআরটিসি বাসে জানালার পাশের সিটে বসে মোবাইল ফোনে কথা বলতেছিলেন ঈশ্বরগঞ্জ দৈনিক জনবাণী পত্রিকার প্রতিনিধি তাহমিনা জান্নাত। এ সময় দুই ছিনতাইকারির মধ্যে মোঃ সাজ্জাত হোসেনকে (১৫) সুযোগ বুজে হঠাৎ কোলে তুলে জানালার পাশে উঁচিয়ে ধরে অপর ছিনতাইকারী জামাল উদ্দিন সিজান (১৭)। কৌশলে সাজ্জাদ নামের ঐ ছিনতাইকারী ছো মেরে মোবাইল ফোনটি নিয়ে অন্ধকারে পালিয়ে যায় সে। এ সময় ডাক চিৎকার দিলে উপস্থিত জনতা সিজানকে হাতে নাতে ধরে ফেলে। গণপিটুনির এক পর্যায়ে ৯৯৯ নম্বরে কল করলে ময়মনসিংহ কোতোয়ালি থানার এএসআই মিজানুর রহমান ঐ ছিনতাইকারীকে আটক করে এবং অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ফোনটি উদ্ধার করে। আটকৃত সিজান কৃষ্টপুর মৌজার কাজল ওরফে কালু মিয়ার পুত্র এবং সাজ্জাদ একই মৌজার আব্দুল খালেকের পুত্র। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দৈনিক জনবাণী পত্রিকার জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম তরফদার। তিনি বলেন, ব্রিজ মোড় এলাকায় চুরি ছিনতাইয়ের ঘটনা অহরহ। ছিনতাই নির্মূলে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালী থানার ওসি বলেন, খবর পেয়ে মোবাইল দ্রুত উদ্ধার করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে ঐ এলাকায় আরো পুলিশি টহল বাড়ানো হবে।