১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঢাকা, সারা বাংলা অপহরণের ৯ ঘন্টার মধ্যে নারী ভিকটিম উদ্ধার; গ্রেফতার ১
১, ডিসেম্বর, ২০২২, ১১:১৭ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ – রাজধানীর মিরপুর এলাকা থেকে ১ নারী ভিকটিম অপহরণের ৯ ঘন্টার মধ্যে উদ্ধার ও একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র মিরপুর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম- শেখ তানভীর আহম্মেদ।

মঙ্গলবার (২৯ নভেম্বর ২০২২ খ্রি.) দিবাগত রাত ১২:১০ ঘটিকায় মিরপুর মাজার রোড এলাকা থেকে ভিকটিমকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করে পুলিশ।

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাজিরুর রহমান ডিএমপি নিউজকে জানান, ভিকটিম মিরপুর-১২ তে অবস্থিত ডিজিকন টেকনোলজিতে চাকুরি করেন। মঙ্গলবার (২৯ নভেম্বর ২০২২ খ্রি.) সকাল ০৮:৩০ টায় মিরপুর-২ এর বাসা থেকে অফিসে যাওয়ার উদ্দেশ্যে বের হলে অজ্ঞাতনামা ব্যক্তিরা প্রাইভেটকারে করে ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের মায়ের অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার রাত ০৮:১৫ টায় মিরপুর মডেল থানায় একটি অপহরণ মামলা রুজু হয়।

তিনি আরও বলেন, মামলা রুজু হওয়ার পর সিনিয়র স্যারদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীর অবস্থান নিশ্চিত করা হয়। এরপর অভিযান পরিচালনা করে রাত ১২:১০ টায় মিরপুর মাজার রোড থেকে অপহরণকারী তানভীরকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ভিকটিমকেও।

মিরপুর মডেল থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে মর্মে যোগ করেন পুলিশের এ কর্মকর্তা।

 

 

 

সুত্র, DMP news