১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জাতীয়, সারা বাংলা আমরা জনগণের সমর্থন নিয়ে চলছি – স্বরাষ্ট্রমন্ত্রী
১৪, ডিসেম্বর, ২০২২, ১২:৩৯ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার – প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগ কোনোদিন কোনো ষড়যন্ত্র ও পেশিশক্তিতে বিশ্বাস করে না মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমরা জনগণের সমর্থন নিয়ে চলছি, জনগণের সমর্থনেই আমরা রাজনীতি করি।’

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকালে বাণিজ্য মেলার পুরাতন মাঠে আয়োজিত ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সমাবেশে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, গত ১০ তারিখে আমরা দেখেছি, একটি রাজনৈতিক দল, তাদের সর্বাত্মক সুবিধা দেওয়ার পরও তারা নির্দিষ্ট স্থানে সমাবেশ করার জন্য জোর ধরেছিল। আমরা তাদের বলেছিলাম, আপনারা একটি উন্মুক্ত মাঠে যান। তারা বাধ্য হয়ে একটি মাঠে গেলেন, সেখানে সমাবেশ করলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমাবেশ থেকে ১০ দফা দাবি তারা পেশ করলেন। এই জায়গায় আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপনারা যখন ভাঙচুর করেন, ষড়যন্ত্র করেন, তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা চুপচাপ বসে থাকবে না।

আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে মানুষের ঢল নেমেছে উল্লেখ করে তিনি বলেন, আজকে নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন, মানুষের ঢল নেমেছে। এ দেশের মানুষ, এ দেশের জনগণ বিশ্বাস করে মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনাকে। তিনি আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন। যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন, ততদিন বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে।
স্বরাষ্ট্র মন্ত্রী ( ফাইল ছবি)