১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঈশ্বরগঞ্জ ঈশ্বরগঞ্জে মারফত চেয়ারম্যান কমপ্লেক্সের মালিকে কুপিয়ে আহত
৪, জানুয়ারি, ২০২৩, ১০:৫৪ অপরাহ্ণ - প্রতিনিধি:

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মারফত চেয়ারম্যান কমপ্লেক্সের মালিক শাহজাহান মিয়া (৫০) নামে একজনকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যায় হেলমেট পরিহিত একদল দুর্বৃত্ত তার অফিস কক্ষে ঢুকে সাথে থাকা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এসময় তার আত্মচিৎকারে স্থানীয় ব্যবসায়ীরা তাকে বাচাঁতে এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাছিনুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করার কাজ করছে পুলিশ। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।