মারুফ হোসেন কমলঃ
তাযকিয়াতুল বানাত মহিলা মাদরাসা বালুরঘাট পেশকার বাড়ি রোড,সদর ময়মনসিংহ
৬জানুয়ারী ২০২৩ শুক্রবার মাদরাসা সংলগ্ন মাঠে ৩য় বার্ষিক ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু।
সভাপতি পীরে কামেল আল্লামা আব্দুর রহমান হাফেজ্জী হাফি,সভাপতি ইত্তেফাকুল উলামা,ময়মনসিংহ।
প্রধান আকর্ষণ মুফতি সুহাইল আহমদ সাদী,খতিব, বায়তুল জান্নাত জামে মসজিদ, ময়মনসিংহ।
আলোচনা পেশ করেন
মুফতি নেয়ামতুলল্লাহ এরশাদী,হাজী বাড়ী জামে মসজিদ, আকুয়া সদর, ময়মনসিংহ।
মুফতি মামুনুর রশি কসেমী, মুহাদ্দিস ফাতেমাতুয যহুরা বাদেকল্পা মাদরাসা,
মুফতি সাইফুল ইসলাম, বালুরঘাট জামে মসজিদ।
মুফতি হাসান তাসনিম,সি এম বি জামে মসজিদ।
আরো স্হানীয় উলামায়ে কেরাম তাশরিফ করেন।আরজগুজার হাফেজ মাওলানা আবুল কালাম ফয়জী প্রতিষ্ঠাতা মুহতামিম,অত্র মাদরাসা।
সার্বিক সহযোগিতায় করেন এলাকাবাসী।।
তথ্য প্রতিদিন. কমঃ