১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, গাজীপুর গাজীপুর মহানগর পুলিশ কর্তৃক ২৪ ঘন্টার উদ্ধার অভিযানে মাদক এবং ওয়ারেন্টভুক্ত আসামীসহ মোট গ্রেফতার ২০ জন।
৩০, জানুয়ারি, ২০২৩, ৫:৪৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার:

গত ২৪ ঘন্টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা কর্তৃক উদ্ধার অভিযানে ১৯৫ পিস ইয়াবা, ৮ কেজি ৭৫০ গ্রাম গাজা ও মাদক বিক্রয়ের নগদ ৩০১০/-টাকা সহ ০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ছিনতাই করার অপরাধে বাসন থানা কর্তৃক ০১ টি চাপাতি, ০১ টি মোবাইল ফোন এবং নগদ ৫০০/- টাকা সহ ১ জন কে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া বিভিন্ন থানায় ওয়ারেন্টভুক্ত ০৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

ওয়ারেন্টসহ মোট গ্রেফতারঃ ২০ জন
মোট উদ্ধারঃ ১৯৫ পিস ইয়াবা , ৮ কেজি ৭৫০ গ্রাম গাজা, মাদক বিক্রয়ের নগদ ৩০১০/-টাকা, ০১ টি চাপাতি, ১ টি মোবাইল ফোন এবং ছিনতাই হওয়া ৫০০ টাকা।

সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী মাদক বিরোধী এবং অন্যান্য অভিযান অব্যাহত থাকবে।