মারুফ হোসেন কমল:
ময়মনসিংহ তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়ন চরপাড়া শেখ মুজিব কলেজের একাদশ শ্রেনীর শুভেচ্ছা ক্লাস শুরু।
বুধবার দুপুর সাড়ে ১২ টায় শেখ মুজিব কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো: জামাল উদ্দিন শুভেচ্ছা ক্লাসে সকল শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের পরিচয় করিয়েদেন।
এ সময় শেখ মুজিব কলেজের গর্ভনিং বডির সভাপতি রাবেয়া খাতুন সহ অন্যান্য সদস্য উপস্হিত ছিলেন।
কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মো: জামাল উদ্দিন চরপাড়া উচ্চ বিদ্যালয়, সরকারী প্রাথমিক বিদ্যালয়, শেখ মুজিব কলেজ, দাখিল মাদ্রাসা, পোষ্ট অফিস, জমির উদ্দিন মেমোরিয়াল ট্রাস্ট, শেখ হাসিনা কলেজ প্রতিষ্ঠা করেন। এছাড়াও তিনি একটি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করার জন্য উদ্দ্যেগ গ্রহন করেছেন। তিনি তারাকান্দা উপজেলায় শিক্ষাখাতে এক অসাধারন অবদান রেখে চলেছেন। তার এই অবদান এই অঞ্চলের মানুষ শ্রদ্ধার সাথে স্বরণে রাখবে। তিনি তার বক্তব্যে সিনিয়র সাংবাদিক আব্দুল হাফিজের কথা কৃজ্ঞতার সহিত স্বরণ করে বক্তব্য রাখেন তাকে সার্বিক সহযোগীতার জন্য।
পরে কলেজ প্রাঙ্গন মাঠে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
দোয়া মাহফিলে উপস্হিত ছিলেন ফুলপুর আওয়ামীলীগ সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী রুনুঠাকুর, সাবেক চেয়ারম্যান বালিখাঁ ও সহ সভাপতি আবুল হাসনাত, গিয়াস উদ্দিন, তারাকান্দা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন, তারাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নজরুল ইসলাম, তারাকান্দা ব্যাবসায়ী সমিতির সভাপতি বকুল মাষ্টার, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব, বীরমুক্তিযোদ্ধা চাঁন মিয়া ফকির প্রমুখ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্হিত ছিলেন।