চীফ রিপোর্টার:- ডিএমপিতে অনুষ্ঠিত হলো ৪০তম বিসিএস পুলিশ ব্যাচের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠান।
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম মহোদয় বুধবার (২২ ফেব্রুয়ারি ২০২৩) দুপুর ১:০০ টায় হেডকোয়ার্টার্সের ৬ষ্ঠ তলায় সম্মেলন কক্ষে ৪০তম বিসিএস ব্যাচের এএসপি প্রবেশনারদের ওরিয়েন্টেশন কোর্সের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানে তিনি এএসপি প্রবেশনারদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।
উল্লেখ্য যে, ডিএমপি কমিশনার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় পিআরএন্ডএইচআরডি বিভাগের ট্রেনিং একাডেমীর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে ৪০তম বিসিএস পুলিশ ব্যাচের ওরিয়েন্টেশন কোর্স।
সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ কমিশনার (এডমিনিস্ট্রেশন) মীর রেজাউল আলম বিপিএম-বার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) এ কে এম হাফিজ আক্তার বিপিএম-বার, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) ড. খ: মহিদ উদ্দীন বিপিএম-বার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: মুনিবুর রহমানসহ ডিএমপির অন্যান্য উর্ধ্বতন কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।
সুত্র, DMP