স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার বাজার এবং হাট-বাজার ও ঘাট এর সিডিউল বিক্রয় শেষ দিন ছিলো সোমবার বিকাল ৪ পর্যন্ত । কিন্তুু দুপুর ১টায় সিডিউল বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে । অনেক সিডিউল ক্রয় করতে এসে দেখে বিক্রি বন্ধ । চান মিয়া বাজার শাখার সহ কারি
২৭ ও ২৮ নং সিডিউল ক্রয়করার ভুক্তভোগীগন ডিসি অফিসে গিয়েও সিডিউর পাননি। ডিসি অফিসে সিডিউল থাকার কথা থাকলেও তারা সেখানে গিয়ে সিডিউল ক্রয় করতে পারেননি । জানাযায় সিডিউল ক্রয় করতে না পেরে ভুক্তভোগী ঠিকাদার মাহফুজ,শাহিনসহ একাদিক ব্যাক্তি সিডিউল ক্রয় করতে পারেনি। বাজার শাখার সহকারী চাঁন মিয়া এই অনিয়ম করেছেন বলে ভুক্তভোগীরা জানান ।
এ বিষয়ে চাঁন মিয়ার সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আনিত অভিযোগ সত্য নয়, আমার অফিস কর্তৃপক্ষ সবকিছুই অবগত।
ভুক্তভোগীরা সিটি কর্পোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটু ও প্রধান নির্বাহী মো: ইউসুফ আলীর দৃষ্টি কামনা করেছেন।