১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।।।
১৬, মার্চ, ২০২৩, ৭:১২ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার:

তথ্য প্রতিদিন – র‍্যাব-১৪, সিপিসি-১ (জামালপুর):* ক্যাম্পের একটি আভিযানিক দল ঢাকা ডিএমপি এর খিলগাঁও থানাধীন তিলপা পাড়া এলাকা হতে অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজা ওয়ারেন্টভূক্ত ৩৫ বছর পলাতক থাকাএলাহান @ এনামুল হক @ মোঃ জুয়েল (৬৫), কে ১৫ মার্চ ২০২৩ ইং তারিখ ২৩:৩০ ঘটিকায় গ্রেফতার করে।

 

গ্রেপ্তার কৃত আসামি তিন নাম ব্যবহার করে পলাতক ছিলো
ক। এলাহান @ এনামুল হক @ মোঃ জুয়েল (৬৫)।

পুনরুদ্ধার করা হয়েছে
ক। মোবাইল ফোন (সীমসহ) – ০১ টি।
খ। নগদ – ২০০০/- টাকা
গ। ভূয়া জাতীয় পরিচয়পত্র- ০১ টি।
ঘ। কোম্পানী আইডি কার্ড- ০১ টি

আসামী এলাহান @ এনামুল হক @ মোঃ জুয়েল (৬৫), পিতা-মৃত উমেদ আলী, সাং-নলের চরপলিশা, থানা মেলান্দহ, জেলা-জামালপুর, সঙ্গীয় কয়েকজন মিলে জামালপুর সদর থানা এলাকায় একটি হত্যা কান্ড সংগঠন করায় ভিকটিমের আত্মীয়ের অভিযোগের ভিত্তিতে জামালপুর সদর থানার মামলা নং-৮(৭)৮৮, জিআর-১০৮/৮৮, পেনাল কোড-১৮৬০ এর ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা রুজু হয়। মামলার তদন্তকারী অফিসার মামলা তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে পেনাল কোড- ১৮৬০ এর ৩০২/৩৪ ধারায় বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। জনাব খন্দকার মোঃ আবু বকর, বিজ্ঞ জেলা ও দায়রা জজ, জামালপুর মহোদয় গত ০৪/১১/১৯৯০ খ্রিস্টাব্দে আসামী এলাহান @ এনামুল হক @ মোঃ জুয়েল (৬৫)কে পেনাল কোড- ৩০২/৩৪ ধারায় দোষী সাবস্থ করে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেন। মামলার ঘটনার পর থেকেই আসামী এলাহান @ এনামুল হক @ মোঃ জুয়েল (৬৫) আত্মগোপনে চলে যায়। ভূয়া জাতীয় পরিচয়পত্র তৈরী করে দীর্ঘ ৩৫ বছর আত্মগোপনে থাকা অবস্থায় এলাহান @ এনামুল হক @ মোঃ জুয়েল (৬৫) দেশের বিভিন্ন স্থানের বিভিন্ন পরিচয়ে চাকুরী, শ্রমিক এবং দিনমজুর পেশায় নিয়োজিত ছিল। পরবর্তীতে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে আসামীর অবস্থান নিশ্চিত করে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে এবং সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল হাই চৌধুরী এর উপস্থিতিতে র‌্যাবের একটি অভিযানিক দল গত ১৫/০৩/২০২৩ ইং তারিখ অনুমান ২৩:৩০ ঘটিকায় ঢাকা ডিএমপি এর খিলগাঁও থানাধীন তিলপা পাড়া এলাকা হতে আসামীকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী অপরাধের সত্যতা স্বীকার করে। ধৃত আসামীকে জামালপুর সদর থানার মামলা নং-৮(৭)৮৮, জিআর-১০৮/৮৮, পেনাল কোড-১৮৬০ এর ৩০২/৩৪ মূলে মেলান্দহ থানায় হস্তান্তর করা হয়েছে।