চীফ রিপোর্টার: – রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মিরপুর বিভাগ। গ্রেফতারকৃতরা হলো রাইসুল হোসাইন ও মারুফ হোসেন জয় ।
মঙ্গলবার (১৪ মার্চ ২০২৩ খ্রি.) রাত ৮টায় তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে ডিবি মিরপুরের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।
অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার মোঃ আশরাফুল ইসলাম ডিএমপি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় শহীদ তাজউদ্দিন আহমেদ সরণীর আকিজ সিএনজি পাম্পের উত্তর পাশের রাস্তার থেকে ৩০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ রাইসুল ও মারুফকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে বলে জানান এই গোয়েন্দা পুলিশ কর্মকর্তা।