১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর, ময়মনসিংহ গৌরীপুর বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
১৮, মার্চ, ২০২৩, ৯:০৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

শামীম খান গৌরীপুর (ময়মনসিংহ)প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: পিয়াস (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত যুবক ওই গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পিয়াসের বাড়ির পাশেই বৈদ্যুতিক সঞ্চালন লাইনের খুঁটি রয়েছে। শনিবার বিকালে ওই খুঁটি থেকে নেয়া বাড়ির সংযোগ লাইনের তার ছেঁড়া পড়ে থাকতে দেখে পিয়াস মেরামত করতে যায়। এসময় তিনি বিদ্যুতায়িত হয়ে আহত হলে পরিবারের লোকজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় কোন অভিযোগ আসেনি।