মারুফ হোসেন কমল:তথ্য প্রতিদিন:
ময়মনসিংহ সিটি কর্পোরেশন
৩ নং ওয়ার্ডের মেহগনি রোড হইতে জয়নাল আবেদীন সংগ্রহশালা পর্যন্ত দুই পাশের অনেকটুকু খালি অংশ পতিত রয়েছে।
মাননীয় মেয়র জননেতা মো: ইকরামুল হক টিটু ময়মনসিংহকে যেভাবে সৌন্দর্য্যমন্ডিত করে গড়ে তুলেছে
তেমনিভাবে দুই পাশে ফুল গাছের সৌন্দর্যের ভরিয়ে তুললে ময়মনসিংহবাসী আরেকটি সৌন্দর্য্যমন্ডিত পরিবেশবান্ধব এলাকা উপহার পাবে।
উল্লেখ্য গত ১১ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উক্ত রোডেই সার্কিট হাউজ প্রাঙ্গণে ঐতিহাসিক জনসভায় উপস্থিত হয়েছিলেন।
তথ্য প্রতি দিন. কম: