১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ সারা বাংলা দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান ও পত্র প্রেরণ।।
১২, এপ্রিল, ২০২৩, ১১:৪২ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার: দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে ০৫টি অভিযোগের বিষয়ে (০২টি অভিযান ও ০৩ টি দপ্তরে পত্র প্রেরণ) পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সেকশন অফিসার ও রেকর্ড কিপার, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এর বিরুদ্ধে বাড়ি নির্মাণের অনুমোদন পাইয়ে দিতে ঘুষ দাবীর অভিযোগের প্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয় হতে ১১ এপ্রিল মঙ্গলবার একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিমের সদস্যগণ জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এর উপপরিচালক(ভূমি) এর সঙ্গে উক্ত অভিযোগের বিষয়ে আলোচনা করেন এবং অভিযোগকারীর আবেদনপত্র সংবলিত নথি সংগ্রহ করে উক্ত নথির সকল কাগজ-পত্র যাচাই বাছাই করে দেখেন। অভিযোগ সংশ্লিষ্ট সেকশন অফিসারকে জিজ্ঞাসাবাদ করে এবং উক্ত কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা যায় যে প্লটের পূর্ববর্তী মালিকের বরাদ্দের নথি, জাতীয় গৃহায়ণ কতৃপক্ষ এর রেকর্ডরুমে খুঁজে পাওয়া যাচ্ছে না। উক্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য রেকর্ড কিপার জনাব কামরুল ইসলামের খোঁজ করা হলে তার কক্ষ তালাবদ্ধ অবস্থায় ও মুঠোফোন বন্ধ পাওয়া যায়। সংগ্রহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে প্রাথমিক ভাবে অভিযোগের সত্যতা রয়েছে মর্মে প্রতীয়মান হয়।

বিআরটিএ অফিস, ঠাকুরগাঁও এর কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে নতুন যানবাহনের ড্রাইভিং লাইসেন্স প্রদান, গাড়ির মালিকানা বদল ও অন্যান্য সেবা প্রদানে ঘুষ দাবির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, ঠাকুরগাঁও থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দুদক টিমের সদস্যরা ছদ্মবেশে বিআরটিএ অফিসে সেবাপ্রার্থী সেজে সেবা প্রাপ্তিতে হয়রানি ও দুর্নীতি রয়েছে কি-না তা যাচাই করে । এ সময় দুদক টিমকে বহিরাগত কিছু ব্যক্তি অর্থের বিনিময়ে দ্রুত লাইসেন্স প্রদানের আশ্বাস দিলেও এর সাথে অত্র অফিসের কোন কর্মকর্তা-কর্মচারী জড়িত কিনা সে সম্পর্কে মুখ খুলতে রাজি হয়নি। পরবর্তীতে বিআরটিএ অফিস সংশ্লিষ্টদের সাথে কথা বলে। সহকারী পরিচালক (ইঞ্জি:) টিমকে জানান নতুন যানবাহন রেজিস্ট্রেশনের জন্য বর্তমানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়। পরবর্তীতে কাগজপত্রের হার্ডকপি নিয়ে বিআরটিএ অফিসে আসতে হয়।আবেদনকারী অনেকেরই কাগজপত্র সঠিক না থাকায় রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় বিলম্ব হয়। কাগজপত্র সঠিক থাকলে ০৪ কর্মদিবসের মধ্যে রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন হয়। সেবা সহজীকরণে দুদক টিম যথাযথ ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিলে অফিস প্রধান তাৎক্ষনাৎ সেবা সহজীকরণের জন্য সেবা প্রদানের ফ্লো-চার্ট ও সেবা বক্স স্থাপনের জন্য অফিসের উচ্চমান সহকারীকে নির্দেশ দেন।