১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা লালবাগের চার কসমেটিক্সের দোকানে ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের জরিমানা।।
১৩, এপ্রিল, ২০২৩, ১:২৫ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার:

 

বিভিন্ন আইন লঙ্ঘন করে কসমেটিক্সের ব্যবসা পরিচালনার অভিযোগে চারটি দোকানকে জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১২ এপ্রিল ২০২২) রাজধানীর লালাবাগে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার। এসময় ডিএমপির গোয়েন্দা পুলিশ, সংশ্লিষ্ট থানা পুলিশ ও বিএসটিআই এর সদস্যরা উপস্থিত ছিলেন।

ডিএমপির ভ্রাম্যমাণ আদালত লালাবাগ থানাধীন বিভিন্ন কসমেটিক্সের দোকান পরিদর্শন করে। বিএসটিআই এর অনুমোদন ছাড়া পণ্য বিক্রি, পণ্যের মেয়াদ উত্তীর্ণ, আমদানিকারকের সিল না থাকায় নিউ প্রিয়া কসমেটিক্স দোকানকে ১০,০০০ টাকা, ফেন্সি কসমেটিক্স দোকানকে ৫০০০ টাকা, আইরা কসমেটিক্স দোকানকে ৫০০০ টাকা এবং বিসমিল্লাহ কসমেটিক্স দোকানকে ৫০০০ টাকা জরিমানা করা হয়।

 

সুত্র, DMP news