১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ স্বপ্না খন্দকারের উদ্যোগে মসিক মেয়র টিটুর পক্ষ থেকে ঈদ উপহারসামগ্রী বিতরণ।।
১৮, এপ্রিল, ২০২৩, ৭:৪৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

মারুফ হোসেন কমল:

 

: বাংলাদেশ যুব মহিলা লীগ ময়মনসিংহ জেলা শাখার সিনিয়র যুগ্ম-আহবায়ক ও মানবাধিকার সামাজিক কল্যাণ পরিষদের বিভাগীয় সভাপতি স্বপ্না খন্দকারের উদ্যোগে ১৮-০৪-২০২৩ তারিখে ময়মনসিংহ চড়পাড়াস্থ আল বারাকা কমিউনিটি সেন্টারে সকাল ১১ টায় অসহায় সুবিধাবঞ্চিত সহস্রাধিক মানুষের মাঝে ঈদ উপহারসামগ্রী (শাড়ী,লুঙি, সেমাই,তেল,চিনি,সাবান সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র) বিতরণ করেন।

 

মানবাধিকার সামাজিক কল্যাণ পরিষদের বিভাগীয় সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা কাজী গোলাম মোস্তফা বাবু স্বাগত বক্তব্য রাখেন।

 


ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক রিপন, ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা.আবদুল্লাহ আল হাসান, ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহজালাল হ্নদয়, সহ-সভাপতি আতিকুর রহমান মাসুম, ইমরান জামান বাবু, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এ্যাম্বুলেন্স মালিক সমিতির নেতৃবৃন্দ, মানবাধিকার সংস্থার নেতৃবৃন্দ সহ এলাকার সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি মসিক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো: ইকরামুল হক টিটু বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে আমরা দলীয়ভাবে ইফতার মাহফিল পরিহার করে অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিতরণ করছি এবং ঈদের প্রারম্ভে ঈদ উপহারসামগ্রী বিতরণ করছি এবং সকল পর্যায়ের নেতা-কর্মীদেরও একই নির্দেশনা প্রদান করছি।
মেয়র টিটু মানবিক কাজে স্বপ্না খন্দকারের অসামান্য ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
জেলা যুব মহিলা লীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক ও বিশিষ্ট মানবাধিকার নেত্রী স্বপ্না খন্দকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক জননেতা ইকরামুল হক টিটু ভাইয়ের পক্ষ থেকে সহশ্রাধিক হতদরিদ্র অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহারসামগ্রী সুষ্ঠভাবে বিতরণ সমাপ্ত করতে পারায়
পরম করুণাময় মহান আল্লাহতালার নিকট শুকরিয়া আদায় করছি এবং আমার রাজনৈতিক অভিভাবক জননেতা ইকরামুল হক টিটু ভাইয়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।