তথ্য প্রতিদিন : গত ২৬ এপ্রিল দুপুরে ইশ্বরগঞ্জ উচাখিলা ইত্তেফাকুল ওলামা পরিষদের সাধারন সম্পাদক আলী আক্তার মুন্সী’র নেতৃত্বে হেযবুত তাওহীদের নেতাকর্মীদের বাড়ীঘর, দোকানে হামলা চালানো হয় । এ সময় ১০ জনের মতো আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে হেযবুত তাওহীদ সংবাদ সন্মেলন করে।
তারা অভিযোগ করে বলেন আমরা গতকাল ২৬ এপ্রিল যে ঘটনা ঘটেছে তা আমরা লিখিত আকারে ইশ্বরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করি । আমাদের অভিযোগটি ডিউটি অভিসার রেখেছেন এবং বলেছেন তদন্তসাপেক্ষে ব্যবস্হা নিবেন ।
অভিযোগকারীরা আরো বলেন আমরা ওসি মোস্তাসিন রহমানের সাথে বিষয়টি শেয়ার করেছি ।
আমাদের বাড়িঘর, দোকানে হামলা, ভাংচুর এবং ১০ জন কর্মীকে পিটিয়ে আহত করার পর ঘটনাস্হলে ওসি আসেন। তার সামনেই ইত্তেফাকুল ওলামা সংগঠনের নেতা আলী আক্তার মুন্সি ( ৪৫), আব্দুর সাত্তার পীর ( ৬৫), মকবুল হোসেন ( ৩৫), ও সঙ্গীয় ৩০/৩৫ জনের একটি দল এই রকম তান্ডব চালায় দিনের বেলায়।
হেযবুত তাওহীদের নেতৃবৃন্দ দাবী করেন একটি চিহৃিত উগ্রবাদী ধর্মব্যবসায়ী গোষ্ঠীর নেতৃত্বে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে ইশ্বরগঞ্জের উচাখিলায় হেযবুত তাওহীদের সদস্যদের বাড়িঘরে হামলা চালায়।
ইত্তেফাকুল ওলামা সংগঠনটি হেযবুত তাওহীদের নামে মিথ্যা হ্যান্ডবিল ছাপিয়ে ধর্মীয়স্পর্শকাতর কথা চালিয়ে দেওয়া ও দেয়ালে পোষ্টার লাগিয়ে অপপ্রচার চালায় । হেযবুত তাওহীদ বিষয়টি ইশ্বরগঞ্জ থানা পুলিশ কে অবহিত করে।
পুলিশ বিষয়টি আমলে না নেওয়াতে এমন ঘটনা ঘটে । এতে করে প্রানহানী ঘটতে পারতো । তাদের ১০ জন আহত হয়েছে।
আগামীকাল শুক্রবার জুন্মারপর ইত্তেফাকুল সমাবেশ করে তাদের উচ্ছেদ করার ঘোষনাদেন বলে সাংবাদিক সন্মেলনে হেযবুত তাওহীদ জানান।
এ বিষয়ে ইশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাসিন রহমান কে ফোন করলে তিনি জানান গতকাল তিনি গোপন সংবাদের ভিত্তিতে উচাখিলা যান এবং পরিস্হিতি নিয়ন্ত্রনে আনেন। তিনি বলেন পূর্বে কোন অভিযোগ পাননি।
এবং আগামীকাল শুক্রবার কোন সমাবেশ হবে না সে বিষয়ে তিনি ব্যবস্হা নিচ্ছেন বলে জানান।
সাংবাদিক সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ময়মনসিংহ জেলা হেযবুত তওহীদ সভাপতি হাবিবুর রহমান হাবিব।
এ সময় উপস্হিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় হেযবুত তওহীদ সভাপতি এনামুল হক বাপ্পা, রহমত উল্লাহ রানা, আতাউর রহমান, এ জেড এম নাজমুল ইসলাম, হাবিবুর রহমান, রফিকুল ইসলাম মানিক।
এছাড়াও হেযবুত তওহীদের নেতাকর্মীগন উপস্হিত ছিলেন।